নিরাহংকার, পরিশ্রমী ও প্রচারবিমুখ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন

1443

Published on ডিসেম্বর 9, 2021
  • Details Image

স্কোয়াড্রন লিডার সাদরুল আহমেদ খান (অবঃ)

২০০৯ সালে আমার ডেপুটেশন হয় বাংলাদশে জাতীয় সংসদে। সে সুবাদে পরিচয় হয় সংসদ ভবন ভিজিট করতে আসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা বাংলাদেশ অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন ও মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য, ট্রাস্টি এবং সিআরআইয়ের ভাইস-চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুলের সাথে। প্রথম পরিচয়ে অবাক হয়েছিলাম তিনি একজন প্রধানমন্ত্রীর কন্যা হয়েও কতোটা নিরহংকার, পরিশ্রমী ও প্রচার বিমুখ। সংসদ ভবন ভ্রমণে আসার আগেই হয়তো তিনি স্টাডি করে রেখেছিলেন, তাই অনেক প্রশ্ন করলেন আর আমাদের জানালেন অনেক অজানা তথ্য। তিনি সবচেয়ে বেশী সময় কাটালেন সংসদ লাইব্রেরীতে।

ড. শিরীন শারমিন চৌধুরী স্পীকার নির্বাচিত হওয়ার পর সায়মা ওয়াজেদ পুতুলের সাথে জাতীয় সংসদ সচিবালয়ের কাজের পরিচিধি অনেক বিস্তৃতি লাভ করে। সায়মা ওয়াজেদ পুতলের অটিজম বিষয়ক উদ্যোগ নিয়ে কাজ করেছে জাতীয় সংসদ সচিবালয়, আর মাননীয় স্পীকারের পীরগঞ্জ এলাকার নারী উন্নয়ন বিষয় উদ্যোগ গুলি নিয়ে কাজ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। ধানমন্ডি ৩২ নম্বরে সায়মা ওয়াজেদ পুতলের কার্যালয়ে অনেকবার গিয়েছি, শিখেছি অনেক কিছু।

Neuro Development Disorder শিরোনামে ২২ ডিসেম্বর ২০১৫ সালে জাতীয় সংসদ শপথ কক্ষে এক কর্মশারার আয়োজন করা হয়। সেখানে মূল প্রবন্ধ তুলে ধরেন সায়মা ওয়াজেদ পুতুল আর সভাপতি ছিলেন স্পীকার শিরীন শারমিন চৌধুরী। সমন্বয়ক ছিলেন ডাঃ প্রাণ গোপাল দত্ত। এই কর্মশালাকে কেন্দ্র করে সায়মা ওয়াজেদ পুতুল এর সাথে কাজ করার সুযোগ হয়েছিল, তার সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হয়েছিল । পাঠকদের জন্য তা তুলে ধরলাম।

তিনি তার লক্ষ্যগুলি লিখে রাখেনঃ

প্রায় প্রতিদিনই তিনি তার দৈনিক লক্ষ্যগুলি লিখে রাখতেন। তিনি স্পষ্টত জানতেন তিনি কি চান কিভাবে সেটা করবেন এবং কাকে কি কাজ দিয়েছেন। তিনি প্রতিদিন সহকর্মীদের মনিটর করেন এবং কাজের অগ্রগতি জানেন । By Writing, She Keep Limbered up, Like an athlete.

প্রায়শঃই না বলেনঃ

প্রধানমন্ত্রীর মেয়ে হবার সুবাদে প্রায়ই দেখতাম অনেকে অতিরিক্ত সুবিধা প্রদান করতে চাইতো। তিনি খুবই শান্তভাবে অপ্রাসঙ্গিক/অযথার্থ সুবিধা গুলিকে ‘না’ বলতেন। তিনি কোন শর্টকার্টে বিশ্বাসী নন। তার নিজস্ব বক্তৃতা নিজেই লিখেতেন, নিজের কাজ নিজেই করেন।

কখনো আত্মতুষ্টিতে ভোগেন না:

তিনি কখনো আত্মতুষ্টিকে ভোগেন না ,তার কাজ কিভাবে আরো ভালো, গুছানো আর সহজ ভাবে করা যায় সেটা নিয়ে রীতিমতো গবেষণা করেন। প্রচুর বই পড়তে দেখেছি তাঁকে। ব্যক্তিগত জীবনে অত্যন্ত পরিশ্রমী ও নিয়ম মেনে চলেন। তবে তার বিশ্রাম এর সময় খুবই কম। কাজ, পরিবার সব দিক দিয়ে সমান ব্যস্ত থাকেন।

নিয়ম মাফিক চলেনঃ

তার লিখিত কোন প্রোগ্রাম বের না হলেও তিনি প্রতিদিনই নিয়ম মাফিক চলেন। তার কর্মজীবনের কাঠামো গড়ে উঠেছে নিয়মতান্ত্রিক রুটিনের উপরই। তবে তিনি অত্যন্ত প্রচারবিমুখ। নিজের প্রচার একবারেই করতে আগ্রহী না। তিনি মানুষের জন্য কাজ করেন, এটাই তার আনন্দ।

পারফেক্ট ফিনিশারঃ

তিনি যে কোন কাজ হাতে নিলে শেষ না হওয়া পর্যন্ত সেটা সুপার ভাইজ করতে থাকেন। তাকে কখনো বিরক্ত হতে দেখিনি। আমরা ছোট বা বড় যে কোন সমস্যা নিয়ে গেলে তিনি মনযোগ দিয়ে শুনে সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। তিনি একদিকে যেমন পারফেকশনিষ্ট অন্যদিকে পারফেক্ট ফিনিশার।

টিম ম্যানেজারঃ

তিনি একজন যথার্থ ক্যাপ্টেন। নিজ টিমের সাথে চলেন। টিম ওয়ার্কের মাধ্যমে কাজ সম্পন্ন করেন। টিমের সকলের খোজ-খবর রাখেন। এডমিন ও লজিস্টিক এর খুটি নাটি খবর রাখেন। তিনি পথ জানেন, পথে চলেন এবং পথ দেখান।

সময়ের প্রতি সতর্কঃ

তার জীবন যেন সময়ের সাথে সেট করা, তিনি চলেন ঘড়ির কাটার সাথে। সময় বেধে তিনি লক্ষগুলি স্থির করেন, আবার নির্ধারিত সময়ের মধ্যেই যেন কাজগুলি শেষ হয় যে ব্যাপারে সতর্ক থাকেন। She is disciplined one day and one page at a time.

পরিশেষে আপনাদের জানাতে পারি, "No Pain No Gain” এটা যেন সায়মা ওয়াজেদ পুতুলের জীবনে সাফল্যের মূল চাবিকাঠি। তিনি পরিশ্রম করেন, সিড়ি বেয়ে বেয়ে উপরে উঠেন। তার জীবনে ধৈর্য্য ও শৃঙ্গলাবদ্ধতা এক বড় শক্তি। তার প্রতিটি দিন কাটে নিয়মতান্ত্রিক উপায়ে। আজ তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
“সায়মা ওয়াজেদ পুতুলের জয়ে, জয়ী হয় বাংলাদেশ।”

লেখকঃ সাবেক ডেপুটি সারজেন্ট-এট- আর্মস এবং সদস্য, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ 

(মতামত লেখকের নিজস্ব। বাংলাদেশ আওয়ামী লীগ-এর অফিসিয়াল ওয়েবসাইটের সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত