1815
Published on ডিসেম্বর 8, 2021ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, মানবিক দায়িত্ববোধ থেকেই ডিএনসিসি সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র মাইনুদ্দিন ইসলাম দুর্জয় এর পরিবারের পাশে দাঁড়িয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র মাইনুদ্দিন ইসলাম দুর্জয় এর পরিবারের সাথে সাক্ষাত শেষে তিনি একথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, কোন কিছুর বিনিময়েই সড়ক দুর্ঘটনায় নিহত কোন মানুষের জীবনের ক্ষতিপূরণ দেয়া যায়না, মানবিক সহায়তা হিসেবে শোকসন্তপ্ত পরিবারটিকে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে।
মো: আতিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের একমাত্র আয়ের উৎস একটি ছোট্ট চায়ের দোকানকে ট্রেড লাইসেন্স প্রদানের মাধ্যমে বৈধতা দেয়া হয়েছে এবং খুব শীঘ্রই দোকানটিকে ডিএনসিসির পক্ষ থেকে সুসজ্জিত করে দেয়া হবে।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আজ যেভাবে নিহত মাইনুদ্দিন ইসলাম দুর্জয় এর পরিবারের পাশে দাঁড়িয়েছে আগামী দিনগুলোতেও একইভাবে পাশে থাকবে।
ডিএনসিসি মেয়র বলেন, সড়ক দুর্ঘটনা কারও কাম্য নয়, তাই রাস্তায় চালকদের অধিকতর সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে।
মো: আতিকুল ইসলাম আরও বলেন, লাইসেন্স ছাড়া কোন গাড়ি রাস্তায় নামানো যাবেনা, ঢাকার রাস্তায় কোনো অবৈধ গাড়ি চলতে দেয়া হবে না। ডিএনসিসির সকল গাড়ীতেই আধুনিক জিপিএস ও ড্যাস কামেরা স্থাপন এবং নিয়মিত মনিটরিং করা হবে।