বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ

1009

Published on ডিসেম্বর 8, 2021
  • Details Image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ মানব ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ। ইউনেস্কো বঙ্গবন্ধুর এ ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কারও  ঘোষণা করেছে। এ বছর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪১তম জেনারেল কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে এ পুরস্কার প্রদান করেছেন।

গতকাল গোপালগঞ্জে শেখ মনি স্টেডিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান ২০২১ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পথে পথে বিজয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা হানাদার মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের এক আঞ্চলিক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর ও মুক্তিযোদ্ধা ফিরোজ খান।

ডা. দীপু মনি বলেন, অতীতের সরকার বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চেয়েছিল। ৭ই মার্চের  ভাষণকে নিষিদ্ধ করেছিল। তারা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।

তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত