489
Published on ডিসেম্বর 7, 2021সোমবার ৬ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে রামপাল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সভাপতি মোজাফফার হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন্ন ইউনিয়ন পর্য়ায়ের আওয়ামী লীগের নতুন কমিটি গঠন উপলক্ষে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ: রউফ, ৭নং পেড়িখালি ইউনিয়নের চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ প্রিন্স, রামপাল সদর ইউনিয়নের সাধারন সম্পাদক জালাল উদ্দিন দুলাল সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকবৃন্দ।