518
Published on ডিসেম্বর 7, 2021কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফা রঞ্জু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আসমা বেগম সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ।