656
Published on ডিসেম্বর 7, 2021দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: ইমদাদ সরকার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, নৌকা এ দেশের উন্নয়নের প্রতিক। নৌকার জয় ছাড়া আর কোন বিকল্প নাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর পরেই বাংলাদেশ উন্নয়নে এগিয়ে গেছে। দিনাজপুর সদর উপজেলায় প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে।
৬ ডিসেম্বর সোমবার দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের মোহনপুর আদর্শ ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রাঙ্গনে দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভার প্রধান অতিথি বক্তব্যে দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার এসব কথা বলেন।
দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, ৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ জামাল সরকার, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, মোহনপুর আদর্শ ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, রসায়ন প্রভাষক রেজা কবির প্রমুখ।