863
Published on ডিসেম্বর 6, 2021রংপুরের গঙ্গাচড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় গঙ্গাচড়া হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।
বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, মোতাহার হোসেন মন্ডল মাওলা, সাংগঠনিক সম্পাদক জাসেন বিন হোসেন জুম্মন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সজিবুর রহমান প্রামানিক।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় সভায় নয় ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থীসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ সংশ্লিষ্ট ইউনিয়নের সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরেন।