767
Published on ডিসেম্বর 6, 2021কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতন এর মাঠে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি ও সচিব নূর মোহাম্মদ এমপি ।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন কটিয়াদী পৌর মেয়র শওকত ওসমান, উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ও সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূঞা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলন, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা , সহশ্রাম ধুলদিয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কাশেম আকন্দ, লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসি, কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির, চান্দপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক সরকার রাজু, লোহাজুরী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাহার উদ্দিন ভূইয়া রতন, আচমিতা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম মোর্শেদ সজীব, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন জুয়েল, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম টিটু, মসুয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ প্রার্থী মো. আল আমিন প্রমুখ।