760
Published on ডিসেম্বর 5, 2021ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে হলেও বাংলাদেশের রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ৪ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ রোজ- শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে আয়োজিত ১৬ দিনব্যাপী "বিজয়ের ৫০ বছর, লাল সবুজের মহোৎসব" এর চতুর্থ দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ডিএনসিসি মেয়র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বের ফসল হিসেবেই বিশ্বের মানচিত্রে লাল-সবুজের পতাকা সম্বলিত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে।
মোঃ আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থানে থেকে দেশ ও দেশের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিংশ শতাব্দির গোড়ার দিকে ব্রিটিশ-ভারতে ইংরেজ শাসন, শোষণ, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন যখন চূড়ান্ত পর্যায়ে ঠিক তখনই প্রচলিত ক্রুটিপূর্ণ সামাজিক প্রথার বিরুদ্ধে তুমুল বিদ্রোহ ঘোষণা করে নিজের অবস্থান জানান দেন প্রেম ও দ্রোহের কবি, চির তারুণ্যের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধু জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ সকল কবি-সাহিত্যিককে যথাযথ মূল্যায়ন করেছেন। ১৯৭২ সালের ২৪শে মে বঙ্গবন্ধুই কাজী নজরুল ইসলামকে সপরিবারে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসেন।
মোঃ আতিকুল ইসলাম বলেন, মানবতার কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন, "বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।" তাই নারী-পুরুষ সবাই মিলে সুস্থ্য সমাজ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে "দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে সফল করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।