শেখ মণি'র জন্মদিনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিশেষ দোয়া

1736

Published on ডিসেম্বর 5, 2021
  • Details Image

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে।

বিশেষ দোয়া ও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ শেখ মনিসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। শনিবার বাদ এশা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু নিজ উদ্যোগে এই দোয়া তবারক বিতরণের আয়োজন করেন।

মুনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং শেখ মনির সন্তানদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্নস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত