537
Published on ডিসেম্বর 4, 2021ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় থানা রোডস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন শরীফ বাকের ইদ্রিস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হাফিজ মুক্তি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মৃধা তারিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আ. গফফার শেখ, মো. আবুল হাসান মোল্যা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম খান, স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডেন্টিস্ট কাজী সেলিমুজ্জামান, রূপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবলু, ঘোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম প্রমুখ।