বঙ্গবন্ধুসহ জাতীয় নেতৃবৃন্দের আত্মত্যাগকে যত মূল্যায়ন করব, জাতিগতভাবে তত সমৃদ্ধ হবো

694

Published on ডিসেম্বর 4, 2021
  • Details Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের অবদান-আত্মত্যাগকে আমরা যত বেশি মূল্যায়ন করবো, জাতিগতভাবে নিজেদেরকে আমরা তত বেশি সমৃদ্ধ করতে পারবো বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১ ডিসেম্বর) রাতে নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্বাধীনতা দিবস-২০২১ উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিট আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এই মন্তব্য করেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, "আমরা যত করে আমাদের স্বাধীনতা এবং ইতিহাসকে জানবো, আমাদের জাতির পিতাসহ জাতীয় নেতৃবৃন্দের যে অবদান, সেই আত্মত্যাগকে আমরা যত বেশি মূল্যায়ন করবো, জাতিগতভাবে নিজেদেরকে আমরা তত বেশি সমৃদ্ধ করতে পারবো।"

এ সময় পুরস্কারপ্রাপ্ত কোমলমতি শিশুদের প্রতি আগামী ৫০ বছর পরেও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতানা ধারণ করে দেশ গঠনে নেতৃত্ব দেওয়ার আহবান জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বিজয়েরও সুবর্ণজয়ন্তী। আমরা যারা এই সুবর্ণজয়ন্তী পেলাম, এর মধ্যে আমরা অনেকেই শতবর্ষ পাবো না। কিন্তু আপনারা ইনশাআল্লাহ শতবর্ষ পাবেন। আগামী ৫০ বছর পরে যখন আপনার শতবর্ষ পালন করবেন, তখন যেন আমাদেরকে একটু মনে রাখেন। হয়তবা অনেকের মনে থাকবেনা। কিন্তু দোয়া করি আপনারা যেন সেই শতবর্ষ পান এবং সেই শতবর্ষেও যেন এভাবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেই বাংলাদেশ আপনারা বিনির্মাণ করতে পারেন, নেতৃত্ব দিতে পারেন - - সেজন্য শুভকামনা রইলো।"

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, "রেড ক্রিসেন্ট সোসাইটি শুধু দুর্যোগ মোকাবিলা করেনা, নতুন প্রজন্ম বিনির্মাণেও রেড ক্রিসেন্ট সোসাইটি অংশগ্রহণ করে এবং ভূমিকা রাখে।"

করোনা মহামারীর কারণে আরও আগেই এ পুরষ্কার হাতে না পৌঁছালেও বিজয়ের মাসের শুরুতেই পুরষ্কার গ্রহণ করতে পারায় পুরষ্কারপ্রাপ্ত সকলেই উচ্ছাসিত ছিল।

অনুষ্ঠানে চারটি শ্রেণীতে পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে একটি করে ক্রেস্ট ও সার্টিফিকেট এবং অংশগ্রহণকারী অন্যান্যদের সার্টিফিকেট প্রদান করা হয়। ১০ বছরের কম বয়সী শিশুদের 'ক' শ্রেণি, ১০-১২ বছর বয়সী শিশুদের 'খ' শ্রেণি, ১২-১৪ বছর বয়সী শিশুদের 'গ' শ্রেণি এবং তদুর্ধ শিশুদের 'ঘ' শ্রেণিতে শ্রেণিভূক্ত করা হয়।

উল্লেখ্য যে, এ বছরের মার্চ মাসে খিলগাঁও গভর্নমেন্ট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলগাঁও উচ্চ বিদ্যালয়, মালিবাগ চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় এবং উত্তরার ফ্যামিলিজ ফর চিল্ড্রেন -- এই পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরীফ আলী খান, দক্ষিণ সিটির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত