1585
Published on ডিসেম্বর 2, 2021যশোরে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা ডিসেম্বর (বুধবার) দুপুর ১২টার দিকে যশোর শহরের সিসিটিএস মিলনায়তনে জেলা যুবলীগের বর্ধিত সভা শুরু হয়।
কেন্দ্রীয় যুবলীগের নেতাদের উপস্থিতিতে বর্ধিত এই সভায় যুবলীগের সকল মেয়াদ উত্তীর্ণ ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা হয়েছে । বর্ধিত সভাকে ঘিরে যুবলীগ ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা উজ্জীবিত। যশোরে জেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো। আগামী বছরের ২৩শে জানুয়ারী সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে জেলা যুবলীগের পুর্নাঙ্গ কমিটি।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য শেখ সোহেল উদ্দীন। এতে প্রধান বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম চাকলাদার, সহ-সভাপতি সৈয়দ মনির হোসেন ও সৈয়দ মেহেদী হাসান, সাংগঠিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু প্রমুখ।
প্রধান অতিথির বক্ত্যবে যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য শেখ সোহেল উদ্দীন বলেন, নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন। আর এই উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারী রোধ করতে পারবে না। তারই নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগকে এগিয়ে যেতে হবে।