সাভার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

656

Published on ডিসেম্বর 1, 2021
  • Details Image

সাভার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভা সম্পন্ন হয়।

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

সভায় সাভারের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহন করেন। এসময় আসন্ন ৫ম ধাপের ইউপি নির্বাচনে সাভার উপজেলার নিজ নিজ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের নামের তালিকা প্রেরণে তৃণমূল থেকে নাম চাওয়া হয়। এব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ তৃণমূলের পক্ষ থেকে নিজ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম প্রদান করেন।

সভায় ত্রাণ প্রতিমন্ত্রী জানান, সারা দেশে সম্পন্ন হওয়া সবগুলো ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। আন্দোলনের নামে দেশে কেউ জ্বালাও পোড়াও করলে তা কঠোর হাতে দমন করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ লিয়াকত হোসেন, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েম মোল্লা প্রমুখ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত