রাঙ্গামাটির বরকলে যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

671

Published on নভেম্বর 30, 2021
  • Details Image

যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির বরকলে আলোচনা সভা এবং উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক সন্তোষ কুমার চাকমা।

বরকল উপজেলা যুবলীগের সভাপতি মো: মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, রাঙ্গামাটি পৌরসভা মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মো: আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সুজন বড়ুয়া প্রমূখ।

আলোচনাসভা শেষে উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন

Live TV

আপনার জন্য প্রস্তাবিত