940
Published on নভেম্বর 30, 2021নওগাঁয় করোনাকালীন সময়ে নিম্নআয়ের জন-সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। (৩০ নভেম্বর) মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন এর সভাপতিত্বে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল হোসেন সহ উপজেলা কর্মকর্তা এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি উপজেলার ৫টি ইউনিয়নের ৫০০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে ১০কেজি চাল, ১কেজি মসুর ডাল, ১কেজি এংকর ডাল, ১কেজি তেল