নাটোরের বনপাড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

646

Published on নভেম্বর 23, 2021
  • Details Image

নাটোরের বনপাড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন সভাপতি ও ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।

উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। তারা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, কোন প্রতিদ্বদ্বিতা না থাকায় কেএম জাকির হোসেনকে সভাপতি ও আতাউর রহমান আতাকে সাধারণ সম্পাদক করে পুনরায় পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এছারা উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাজাহান কবির, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, সদস্য এএইচএম কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোস্তফা ব্যাপারী প্রমুখ।

এর আগে সম্মেলন বাস্তবায়ন ও রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটনকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় শোভাযাত্রা করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত