709
Published on নভেম্বর 22, 2021মাদারীপুর জেলার শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ নভেম্বর) দুপুরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের দলীয় সমর্থন প্রদানের জন্য শিবচর উপজেলা আওয়ামী লীগের এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লার সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী।
চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরের ৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে দলীয় শৃঙ্খলা মেনে প্রার্থী নির্বাচন সংক্রান্ত আলোচনা হয়।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কার্য নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো.সেলিম, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট. ভিপি মামুন প্রমুখ।