মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উনুষ্ঠিত

692

Published on নভেম্বর 22, 2021
  • Details Image

মানিকগঞ্জের দৌলতপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় সম্ভাব্য প্রার্থীদের বনাঢ্য র‍্যালী ও মিছিলে নেতা-কর্মীর নৌকার পক্ষে শ্লোগানে মুখরিত সমাবেশ স্থলে যোগদান করেন হাজার হাজার নেতাকর্মীরা ।

শনিবার(২০ নভেম্বর) দুপুরে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দূর্জয়।

বর্ধিত সভায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বাদরুল ইসলাম খান বাবলু, যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম সুলতানুল আযম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, আমিনুল ইসলাম মট্টুু, প্রচার সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক এহতেশাম ভুনু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম রাজা, দৌলতপুর উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির শাওন ও যুগ্ন আহবায়ক টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দীন ও সাধারণ সম্পাদক আতোয়ার রহমান,সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ হাসান ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শাওন প্রমূখ।

অনুষ্ঠান শেষে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি এ এম নাঈমুর রহমান দুর্জয় ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত