877
Published on নভেম্বর 15, 2021পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ইউপি নির্বাচন বিষয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
শনিবার দুপুরে জেলা শহর মাইজদীতে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহীন ও শহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্য মোরশেদ আলম, সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, সংসদ সদস্য আয়েশা ফেরদৌস ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।