পটুয়াখালীর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

747

Published on নভেম্বর 13, 2021
  • Details Image

১৯৭১ সালে পাকিস্তানীরা যে ভাবে করেছিলো, বিএনপি, জামাত আবারও সুযোগ পেলে দেশকে পাকিস্তান বানিয়ে ফেলবে। বর্তমানে যারা শেখ হাসিনার বিরুদ্ধে লেগে আছে তারাই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

আজ শনিবার সকাল ১০টায় স্থানীয় শহীদ আলাউদ্দিন শিশুপার্কে পটুয়াখালীর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, যে কোন অপশক্তি থেকে শেখ হাসিনাকে রক্ষা করে ২০২৩ সালের নির্বাচনে অংশ গ্রহণ করে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করবো। বিএনপি বলে, নির্বাচনে অংশ গ্রহণ করবো না, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চায় আবার এখন বলে কোন নির্বাচনে যাবো না। ষড়যন্ত্রের রাজনীতি রুখে দিতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহাজাদা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক মো. আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে জেলা স্বেচ্ছাসেবক লীগের এ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।

সংগঠন সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছাসেবক লীগের পটুয়াখালী জেলা কমিটি গঠিত হয়। ৫৩ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শহিদ মিয়া ও সাধারণ সম্পাদক হন অ্যাডভোকেট উজ্জ্বল বোস। ২০১০ সালের ৩১ মে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদ মিয়া মারা গেলে সংগঠনের সহ-সভাপতি মো. শাহানুর হক ব্যাপারীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।

 

 

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত