1339
Published on নভেম্বর 13, 2021সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার রামগড়ে ও উপজেলা যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রামগড় পৌর শহরে র্যালী ও দলীয় কার্যালয়ে দোয়া-মাহফিল এবং আলোচনা সভা আয়োজন করেন রামগড় উপজেলা যুবলীগ।
দিনটি উপলক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় যুবলীগ সহ সারাদেশে নানা কর্মসূচি হাতে নিয়েছে,কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার রামগড় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পণ, সকাল সাড়ে ৯টায় র্যালী পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগড় উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত আব্দুল কাদের এর সভাপতিত্বে ও জেলা যুবলীগ এর সদস্য মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ ত্রিপুরা, রামগড় পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামাল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর,রামগড় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক, ৪নং পৌর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র১ মোঃ আহসান উল্ল্যাহ, ৬নং পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামীম, রামগড় পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর ছাত্রলীগ নেতা রানা মোল্লা সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী।
উল্লেখ যে ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এই যুব সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিদের্শে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক ও প্রতিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি সংগঠনটি প্রতিষ্ঠা করেন।