827
Published on নভেম্বর 12, 2021ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।
বুধবার বিকেলে ওই ইউনিয়নের সালন্দর ডিগ্রী কলেজের অডিটোরিয়াম হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইয়েদা উম্মুল খায়ের,আরাফাত জামান অপু,মহিলা বিষয়ক সম্পাদিকা শিউলি আক্তার,গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক জুয়েল ইসলাম শান্ত, প্রতিবন্ধী ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রুমানা আক্তার পলি,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহির উদ্দিন মহির,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.এফ.এম মুজাহিদুর রহমান শুভ,সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু সাংগঠনিক সম্পাদক মিঠুন, দপ্তর সম্পাদক আবু হাসনাত মোঃ মশিউর রহমান রুমন সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশন শেষে সম্মেলন শেষে ২য় অধিবেশনে সালন্দর ইউনিয়েনে আমিনুল ইসলামকে সভাপতি ও আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া আগামী ১৫দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
কমিটির অন্যরা হলেন,সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ ফয়সাল বাদশা,যুন্ম সাধারণ সম্পাদক সাগর,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,প্রচার সম্পাদক মাসুদ রানা,দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, সদস্য-জাহাঙ্গীর আলম বিপুল,সফিকুল ইসলাম।