624
Published on নভেম্বর 11, 2021আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সংগঠনের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর বনানী কবরস্থানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শহীদদের প্রতি প্রথমে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ বিভিন্ন ইউনিট এর পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, ডা. খালেদ শওকত আলী, মো. এনামুল হক খান, মো. মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, তাজ উদ্দিন আহমেদ, মো. জসিম মাতুব্বর, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মো. রফিকুল আলম সৈকত জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, ডা. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা প্রমুখ৷
১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুব নেতা শেখ ফজলুল হক মণি যুবলীগ প্রতিষ্ঠা করেন।