নোয়াখালী জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

727

Published on নভেম্বর 11, 2021
  • Details Image

আগামী ২০শে নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সন্মেলনকে সফল করতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্ল্যা খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ফরিদা খানম এমপি, মামনুর রশিদ কিরন এমপি, আয়েশা আলী এমপি, এবং জেলা আওয়ামী লীগের অনান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আসন্ন বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এবং ২০শে নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সন্মেলন সফল করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি দলীয় নেতৃবৃন্দকে আরো অধিক কাজ করে মানুষকে আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট করতে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার বিপুল ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব অব্যাহত রাখতে পারে এ বিষয়ে আরো সজাগ ও সচেষ্ট হবার আহবান জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত