687
Published on নভেম্বর 11, 2021ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বিশেষ অতিথি ছিলেন- দলের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.হাফেজ আহম্মদের সভাপতিত্বে দপ্তর সম্পাদক ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান এ কে শহীদ খোন্দকারের সঞ্চালনায় এতে রাখেন-জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন, আলী হায়দার মাষ্টার, আলহাজ্ব আকরাম হোসেন হুমায়ুন, যুগ্ম সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মিলন, সদর উপজেলার সভাপতি করিম উল্লা বি কম, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জহির প্রমুখ।