শহীদ নুর হোসেনের প্রতি শ্রদ্ধা আওয়ামী লীগের

533

Published on নভেম্বর 11, 2021
  • Details Image

আজ শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে এক প্রতিবাদ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান যুবলীগকর্মী নূর হোসেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। আজ বুধবার (১০ নভেম্বর) শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে সকালে রাজধানীর জিরো পয়েন্টে নুর হোসেন স্কয়ারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে নুর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ নুর হোসেনের সংগঠন যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নুর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের পাতায় ১০ নভেম্বর স্বৈরশাসন থেকে গণতন্ত্রের অভিযাত্রায় নুর হোসেনের আত্মত্যাগ গৌরবময় হয়ে আছে। তখনকার বিরোধীদলের নেত্রী সময়ের সাহসী কান্ডারি শেখ হাসিনার নেতৃত্বে নুর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহু কাঙ্খিত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে।  

তিনি আরো বলেন, নুর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায় নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান অব্যাহত থাকবে।

এদিকে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে শহীদ নুর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান। স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের এই দিনে নুর হোসেন পুলিশের গুলিতে শহীদ হন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত