558
Published on নভেম্বর 9, 2021রাস্তা-ব্রিজ-কালভার্টসহ সব ধরনের অবকাঠামো নির্মাণে কাজের গুণগত মান ঠিক না রাখলে জড়িতদের কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি গতকাল গোপালগঞ্জ জেলা সফরে এসে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন-বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কাজের গুণগত মান ঠিক না রাখলে এর সঙ্গে যারাই যুক্ত থাকুক না কেন তাদের পরিণতি ভালো হবে না। নিম্নমানের কাজের সঙ্গে প্রকৌশলী, ঠিকাদার বা অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উন্নত-সমৃদ্ধ দেশ গঠনে টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই জানিয়ে মো. তাজুল ইসলাম বলেন, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্তসহ অন্যান্য মন্ত্রণালয়ের সব চলমান কার্যক্রম অবশ্যই টেকসই এবং গুণগত মানসম্পন্ন হতে হবে।
জাতির পিতা যে উদ্দেশ্য ও স্বপ্ন নিয়ে এ দেশ স্বাধীন করেছেন সে স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, ডাক্তার ও কৃষক-শ্রমিকসহ সব শ্রেণী-পেশার মানুষকে একত্রে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এবং বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ এবং গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার। এছাড়া জেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতারাসহ বিভিন্ন সরকারি দপ্তর/প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।