676
Published on নভেম্বর 6, 2021শোকাবহ ১৫ আগস্টের পর ৩ নভেম্বর বাঙালী জাতির জন্য একটি শোকের দিন, বেদনার দিন। জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ.এইচ.এম কামারুজ্জামান স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি অধ্যাপক মোঃ মঈনুদ্দিন এর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারন সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সহ সভাপতি মহিউদ্দিন রাশেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু,সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক আলাউদ্দিন সাবেরী,সাবেক শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী,যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার,বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব,মহিলা সম্পাদিকা ব্যারিষ্টার প্রিয়াংকা আহসান,উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ,কার্যনিবাহী সদস্য দিদারুল আলম বাবুল,সরওয়ার হাসান জামিল,মো সেলিম উদ্দিন,মহিউদ্দিন আহমেদ মঞ্জু, মো গোলাম রব্বানী, সাহেদ সরোয়ার শামীম, জেলা কৃষক লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ,সাধারণ সম্পাদিকা এড বাসন্তী প্রভা পালিত, কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ ফরিদ চৌধুরী, এড আয়েশা আকতার,তাতী লীগের রূপক কান্তি দেব অপু, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু,সাধারণ সম্পাদক মো রেজাউল করিম প্রমুখ।