ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস পালিত

1021

Published on নভেম্বর 4, 2021
  • Details Image

ভোলায় জাতীয় চার নেতার স্মরণে জেলহত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার বেলা ১১টার দিকে শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অসিম সাহা, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মো. তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. আকতার হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ হোসেন, পেশাজীবি লীগ নেতা মো. শহিদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ প্রমূখ।

এ সময় বক্তারা ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারা অভ্যান্তরে আওয়ামী লীগের জাতীয় চার নেতার হত্যাকারী ও বন্ধবন্ধু পরিবারের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত