চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস পালিত

571

Published on নভেম্বর 4, 2021
  • Details Image

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি উপলক্ষে বুধবার (৩ নবেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি শোকর্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। রে ফায়ার সার্ভিস মোড়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোখলেসুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা প্রমুখ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে জেলার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত