ঠাকুরগাঁওয়ে পৌর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

597

Published on নভেম্বর 4, 2021
  • Details Image

ঠাকুরগাঁওয়ে পৌর আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভার আয়োজন করা হয়।

পৌর যুবলীগের আহ্বায়ক আমির হোসেন খাঁন রুবেলের সভাপতিত্বে এসময় আলোচনা সভা হয়।আলোচনা সভায় যুগ্ন আহ্বায়ক সুব্রত সরকারকারে সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।প্রধান বক্তা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর।

উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশীদ, জেলা যুবলীগের সহ-সভাপতি ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা,পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক সোহেল রানা, বিভিন্ন ওয়ার্ডের নেতা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত দিনে লড়াই সংগ্রামে যুবলীগ শেখ হাসিনার লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেছে। আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রের নির্দেশে বারটি ওয়ার্ডের কমিটি যেকোনো উপায়ে গঠন করতে হবে। আগামী দিনের লড়াই সংগ্রামে এই কমিটিই নেতৃত্ব দেবে।বক্তারা আরও বলেন,কোন অনুপ্রবেশকারী যেনো এই কমিটিতে আশ্রয়, প্রশ্রয় না পায়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত