679
Published on নভেম্বর 4, 2021৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর জাতীয় চার নেতার স্মরনে বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা ও সহযোগী সংগঠন কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন করার পরে সহযোগী সংগঠনসহ প্রতিটি শাখার নেতাকর্মীরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭৫ সালের এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে জেল হেফাজতে নির্মমভাবে হত্যা করা হয়।
কারাগারের মতো কঠোর নিরাপত্তাবেষ্টিত জায়গায় এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার ধারাবাহিকতায় জাতীয় চার নেতাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে।