ফরিদপুরে আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস পালিত

622

Published on নভেম্বর 3, 2021
  • Details Image

ফরিদপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নানা কর্মসূচির মাধ্যমে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ৯টায় থানারোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যরা।

পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সহসভাপতি শামীম হক, জেলা কৃযক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক মোল্লা, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শত্রুরা ভেবেছিলো বঙ্গবন্ধুর সঙ্গে জাতীয় এ চার নেতাকে হত্যা করলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। কিন্তু ওরা জানতো না যে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিশ্চিহ্ন করা সম্ভব না। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত।

তার নেতৃত্বে দেশ উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আজকের এই শোককে শক্তিতে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাবো।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত