543
Published on নভেম্বর 3, 2021ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে আলচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির।
সভায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ হাওলাদার ও সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, যুবলীগ নেতা রেজাউল করিম জাকির সহ জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন।
এর পূর্বে জেলা আওয়ামী লীগ কার্যালয় সামনে জেল হত্যার শহীদ নেতাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্বা নিবেদন করা হয়। আলচনা সভা শেষে নিহতদের আত্নার শান্তি কামনা করে দুয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।