সংগঠনকে গতিশীল ও সুসংহত করতে 'শিকড়ের সন্ধানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ'

1414

Published on নভেম্বর 3, 2021
  • Details Image

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগকে গতিশীল ও সুসংহত করতে এবং নতুন সদস্যপদ প্রদান/নবায়ন, গঠন প্রক্রিয়া সুসম্পন্ন করতে ৩১ অক্টোবর, রবিবার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পঞ্চম কার্য-নির্বাহী সভা ও বর্ধিত সভা সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়।

সভায় সাংগঠনিক কর্মকান্ড সক্রিয় করার লক্ষ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন ও বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। ৬৪ টা ওয়ার্ড, ১ টি ইউনিয়ন, প্রায় ১২০০ টি থেকে ১৪০০ টি ইউনিট প্রতি ইউনিটে ন্যূন্যতম ১৫০ জন সদস্য থাকবে এবং ইউনিট কমিটিতে নেতৃত্বের সংখ্যা থাকবে ৩৭ জন। জানামতে কখনো এইভাবে কাউন্সিল করে কমিটি গঠন করা হয় নাই, এই প্রক্রিয়া সম্পন্ন হলে কয়েক ঘন্টার নোটিশে ঢাকা শহরে হাজার হাজার মানুষ একত্রিত করা যাবে, মহানগর উত্তরের জন্য এটা কোন ব্যাপারই হবে না।

৬৪ টি ওয়ার্ড, ১টি ইউনিয়ন, ২৬ টি থানার সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ দ্বারা তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন। নগর থেকে প্রতিটি থানার জন্য একটি করে টিম করে দেওয়া হয়েছে, সেই টিম দায়িত্বপ্রাপ্ত থানার সকল ইউনিটের তদারকি করছেন। স্থানীয় ওয়ার্ড, নগর টিমের নেতৃত্বে চূড়ান্তভাবে কমিটি গঠন বা নির্বাচন আয়োজন করবেন। এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে “শিকড়ের সন্ধানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ"।

উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্য পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ । ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মাতি সভাপতি জনাব শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এবং সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এস.এম মান্নান কচির পরিচালনায় অনুষ্ঠানটি সফল ভাবে আয়োজিত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত