1036
Published on নভেম্বর 3, 2021আজ ৩রা নভেম্বর (বুধবার) সকাল ৭.০০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা'র নেতৃবৃন্দ।
এরপর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতির চার শ্রেষ্ঠ সন্তানের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু উপস্থিত ছিলেন।
এছাড়াও সহ-সভাপতি উৎপল সরকার, রোজী রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, জাসেম বিন জুম্মন,কৃষি সম্পাদক জাহাঙ্গীর বকসি, দপ্তর সম্পাদক আমিন সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মিজানুর রহমান তুহিন, ত্রাণ সম্পাদক তাজুল ইসলাম, শ্রম সম্পাদক গাহারুল ইসলাম, যুব ও ক্রিড়া সম্পাদক গোলাম মোস্তফা মনি,উপ-দপ্তর সম্পাদক জিনাত হোসেন লাভলু প্রমুখ।
বাদ মাগরিব ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য ৩রা নভেম্বর, বাঙালি জাতির ইতিহাসে আরেক কলঙ্কিত দিন, রক্তক্ষরা জেলহত্যা দিবস। স্বাধীন বাংলাদেশের যে কয়টি দিন চিরকাল কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, তার একটি ৩ নভেম্বর। যে কয়েকটি ঘটনা বাংলাদেশকে কাঙ্ক্ষিত অর্জনের পথে বাধা তৈরি করেছে, তার মধ্যে অন্যতমটি ঘটেছিল ১৯৭৫ সালের এই দিনে।
বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য করতে ৪৬ বছর আগে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ জাতির চার মহান সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।