রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

632

Published on নভেম্বর 2, 2021
  • Details Image

সোমবার (১নভেম্বর) বেলা ১১টার দিকে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট হলে এ বর্ধিত সভা শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক বিকাশ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পাদক সুখময় চাকমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ রুহল আমিন, হাজী মোঃ কামাল উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন প্রমুখ।

বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় ব্যক্তিকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবী জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত