সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

952

Published on নভেম্বর 1, 2021
  • Details Image

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার  সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল।

এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বস, নাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এবং আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ। নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্ব করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত