যুবলীগের উদ্যোগে গ্রীসে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর গ্রিক অনুদিত বইয়ের মোড়ক উন্মোচন

1075

Published on নভেম্বর 1, 2021
  • Details Image

বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী বাঙালির ইতিহাসের স্মারক বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। রোববার (৩১ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রিক ভাষায় অনূদিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গ্রিসের রাজধানী এথেন্সের ত্রিয়ানন থিয়েটারে আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর গ্রিক অনুদিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ভিডিও বার্তার মাধ্যমে উক্ত বইয়ের মোড়ক উন্মোচন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল। প্রধান বক্তা অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক শিক্ষা সচিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর এর কিউরেটর নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. মামুনুর রশীদ, ডক্টর সাজ্জাদ হায়দার লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর, যুবলীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল, কেন্দ্রীয় সদস্য সাজু সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রিস যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল মিয়া ও সদস্য আশিকুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটির বিভিন্ন প্রেক্ষাপট ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১২ সালের জুন মাসে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি প্রকাশিত হয়। বাংলা ও বাঙালির ইতিহাসের স্মারক এই গ্রন্থটি প্রকাশের পর এ-পর্যন্ত ইংরেজি, উর্দু, জাপানি, চীনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কী, নেপালি, স্পেনীয়, অসমীয়া, ইতালীয়, মালয়, কোরীয়, রুশ ও সর্বশেষ মারাঠি ভাষায় অনুবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী পাঠকদের কথা বিবেচনা করে ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ব্রেইল সংস্করণ প্রকাশের উদ্যোগ গ্রহণ করে এবং প্রথম ধাপে ‘অসমাপ্ত আত্মজীবনী’র ১০০ সেট ব্রেইল সংস্করণ মুদ্রণ সম্পন্ন হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গ্রিস শাখার উদ্যোগে ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি গ্রিক ভাষায় রূপান্তর করে প্রকাশ করা হলো; যা সত্যিই আনন্দের। এমন মহৎ কর্মের সঙ্গে যারা সম্পৃক্ত, আমি সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।

তিনি আরও বলেন, আপনারা যারা এই গ্রন্থটি পাঠ করেছেন, আপনারা নিশ্চয় জেনেছেন-এই গ্রন্থটির নামকরণ কে করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা, আমাদের সবার প্রিয় শেখ রেহানা অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের নামকরণ করেন। শুধু অসমাপ্ত আত্মজীবনী নয়, কারাগারের রোজনামচা গ্রন্থের নামকরণও তার।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী লেখার পিছনে যে মানুষটির সবচেয়ে বড় অবদান তিনি হলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধু তার মনের কথাগুলো লিখেছিলেন এই অসমাপ্ত আত্মজীবনীতে। বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে যখন কারান্তরীণ রাখা হয় তখন তিনি এই বইটিকে সামনে নিয়ে আসেন। মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণেই আপনারা বিদেশের মাটিতে বসবাস করেও বুক ফুলিয়ে বলতে পারেন আমি বাঙালি, বাংলা আমার ভাষা, আমি বাংলাদেশি।

তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, করোনায় যখন সারা বিশ্ব জর্জরিত তখনও আপনারা আপনাদের পরিশ্রমের টাকা বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পাশে থেকেছেন। এ জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের প্রতি আর একটি অনুরোধ থাকবে, সেটা হলো জামাত-বিএনপি’র লোকেরা যেন বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র করতে না পারে সে দিকে লক্ষ্য রাখবেন, তাদের প্রতিহত করবেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত