চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা

609

Published on অক্টোবর 31, 2021
  • Details Image

উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জামাত-বিএনপি-মৌলবাদী অপচেষ্টার বিরুদ্ধে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত।

শোভাযাত্রাটি চট্টগ্রাম পলিটেকনিক থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেক্সটাইল মোড়ে এক সমাবেশে মিলিত হয়। 

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি ইকরামুল করিমের সভাপতিত্বে ও ছাত্র সংসদের জি.এস শাহাদাত হোসেন ওমরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য নুরুল হক মনির, পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক ভিপি বেলাল উদ্দীন, মহানগর ছাত্রলীগ নেতা ইমন সরকার, মহানগর ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাপ্পী, মহিউল আলম চৌধুরী, ছাত্র সংসদের ভিপি কাম্বার হোসেন রকি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন মহিন, নুরুল আনোয়ার।

মহানগর ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাপ্পী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ঠিক তখনই একাত্তরের পরাজিত অপশক্তি তাদের দেশি বিদেশী দোসরদের সাথে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনলয় ও বাড়িঘরে হামলা করে বাংলাদেশকে অস্থিতিশীল করার উপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাধারণ ছাত্র সমাজকে সাথে নিয়ে এই সকল উগ্রবাদী উপশক্তি রুখে দেওয়া হবে বলেও বক্তারা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা মাকমুদুল হাসান সুজন, শেখ রাকেশ উদ্দীন, শাহরিয়ার সালাম বাবু, শাহাদাত হোসেন শুভ, চট্টগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, মোহাম্মদ কাউসার, ছাত্র সংসদের এজিএস আরমান হোসেন সহ চট্টগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউট ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত