কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

556

Published on অক্টোবর 31, 2021
  • Details Image

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০অক্টোবর) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। বিশেষ অতিথির ব্ক্তব্য দেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সা’দ উদ্দিন আহমদ।

সভায় কানাইঘাট উপজেলার ১টি পৌর সভা ও ৯টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নিজ নিজ ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সভায় সাম্প্রতিক সময়ে নিহত সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট মোঃ লুৎফর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি এডভোকেট সৈয়দ আবু নসর এর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় আগামী ৬ (ছয়) মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়।

এছাড়াও দলকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দদের নিয়ে ১০টি সাংগঠনিক টিম গঠন করে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শতভাগ ইউনিয়নে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যমত্যের ভিত্তিতে দলীয় প্রার্থী মনোনয়ন করা এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠার মাধ্যমে দলীয় নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের উদ্যোগ নেয়া। যেসব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি নেই সেখানে নতুন কমিটি গঠন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আহমদ আল কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য কামাল আহমদ, মোঃ জাকির হোসেন, এড. ফখরুল ইসলাম, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ।

এছাড়াও বর্ধিত সভায় কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, কানাইঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত