গাজীপুরে ছাত্রলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

974

Published on অক্টোবর 27, 2021
  • Details Image

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা সুলতান মো সিরাজুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি ঢাকা- ময়মনসিংহ সহাসড়কের মাওনা এলাকার প্রধান-প্রধান সড়ক পদক্ষিণ করে মাওনা ফ্লাইওভারের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে গাজীপুর জেলা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা হাতে সাদা পতাকা নিয়ে অংশ নেন।

সমাবেশে ছাত্রলীগ নেতা সুলতান মো সিরাজুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন সময় চক্রান্ত করে আসছে। গাজীপুর জেলা ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাবে।

 

‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে সকল ধর্মের মানুষ দেশকে ভালোবেসে সমভাবে থাকবে।’ যোগ করেন এই ছাত্রলীগ নেতা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত