দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা

733

Published on অক্টোবর 25, 2021
  • Details Image

আগামী ৬ নভেম্বর’২১ তারিখের খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে দৌলতপুর থানা শাখা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা গতকাল কুলিরবাগান ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৌলতপুর থানা আওয়ামীল লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৌলতপুর থানা আওয়ামীল লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, ৩ নম্বর ওয়ার্ড আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মীর বরকত আলী, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এম.এ. নাসিম, সম্মলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য গোলাম রব্বানী টিপু, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য মোঃ জিলহাজ্ব হাওলাদার।

দৌলতপুর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান কামালের সভাপতিত্বে ও দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নজরুল ইসলাম নবী’র পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল, মোঃ নাসির উদ্দীন, শাহিদুল শিকদার সিহাব, কাজী মোঃ ইউসুফ আলী মন্টু, মোঃ আসিফ সবুজ, মুন্সী শামিন, মামুন দাস,ইব্রাহীম গাজী, মোঃ ফরহাদ হোসেন, মামুন শেখ, মেহেদী হাসান সোহাগ, শরিফুল ইসলাম বাবু, সুব্রত মিস্ত্রী, রানা গাজী, লোকমান সরদার, নাসির উদ্দীন, সিরাজুল ইসলাম অপু, আরিফ প্রমুখ ;

বক্তারা আগামী ৬ নভেম্বর’২১ খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুত কমিটির সিদ্ধান্তসমুহ যথাযথ ভাবে পালন করে সকলেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত