645
Published on অক্টোবর 25, 2021রোববার (২৪ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার মিলনায়তনে বাংলাদেশ যুব মহিলা লীগ রংপুর জেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। তিনি বক্তৃতায় বলেন, এই যুব মহিলা লীগকে আমি আমার সন্তানের মত করে সাজিয়েছি। একজন মা যেমন তার সন্তানের অমঙ্গল চান না আমিও তেমনি আপনাদের অমঙ্গল চাই না। সুতরাং যারা কমিটিতে এসে টাকা আয় করতে চান তারা আমাদের সংগঠনের আসবেন না। এখানে আসলে আয় হয় বরং সংগঠনকে দিতে হয়।
উদ্বোধনী বক্তব্যে এক এগারোর কথা স্মরণ করে অপু উকিল আরও বলেন, নেত্রীকে যখন কারাগারে নেয়া হচ্ছে তখন এই যুব মহিলা লীগের সদস্যরাই সেই গাড়ির গতিপথ রুখতে গিয়েছিলাম। সেদিন আমরাই ছিলাম সামনের সারিতে। নেত্রীর মুক্তির জন্য আন্দোলন করতে গিয়ে ৭মাসের দুধের শিশুকে রেখে জেল খেটেছে আমার সদস্যরা।
বাংলাদেশ যুব মহিলা লীগ রংপুর জেলার কমিটির সভাপতি এ্যাড.ফেরদৌসী রহমানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া প্রধান অতিথি ও বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি সারমিন জাহান মেরি প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।
এছাড়াও বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইকা জাহিদ রিপা, নাসিমা আক্তার হ্যাপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।
সম্মেলনে জানানো হয়, যারা প্রার্থী হবেন প্রত্যেকে স্ব স্ব বায়োডাটা আগামী ৭ দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের নিকট জমা দিবেন,জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যাচাই-বাছাই করে প্রতিবেদন আকারে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবেন এরপর রংপুর জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হবে।