জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

687

Published on অক্টোবর 24, 2021
  • Details Image

জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বিকালে হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি। হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মোঃ মোমিনুল ইসলাম বাবু এর সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, সারাদেশে সম্মেলনের মাধ্যমে তৃণমূল থেকে সকল পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করা হচ্ছে। নবগঠিত নেতৃবৃন্দকে দলকে সুসংগঠিত করে রাখার পাশাপাশি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠিত সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব সামছুজ্জামান সুরুজ মেম্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, জিএসএম মিজানুর রহমান মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন,মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ,সদস্য নজরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমূখ।

এছাড়াও জামালপুর জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত