রাউজানে মুজিববর্ষে বঙ্গবন্ধুর ১০১টি ম্যুরাল

917

Published on অক্টোবর 24, 2021
  • Details Image

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে মুজিববর্ষে জাতির পিতার ম্যুরালগুলো নির্মাণ করা হয়েছে। দেশের প্রথম উপজেলা হিসেবে বঙ্গবন্ধুর ১০১টি ম্যুরাল স্থাপনের রেকর্ড গড়তে যাচ্ছে রাউজান।

জানা গেছে, রাউজানের শিক্ষাপ্রতিষ্ঠান, দর্শনীয় স্থান, সরকারি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, অডিটোরিয়াম, আওয়ামী লীগের ১৬টি দলীয় কার্যালয়, পৌরসভা, ১৪টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজসহ গুরুত্বপূর্ণ জায়গায় ম্যুরাল স্থাপন করা হয়েছে।

পাঁচ সাইজের ম্যুরালগুলো শ্রীকান্ত আচার্য্যরে নেতৃত্বে ২০ জন শিল্পী গত ৮ মাসে তৈরি করেছেন। এ বিষয়ে ম্যুরাল স্থাপনের উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির দিশারি।যার জন্ম না হলে এ দেশ হতো না, মুক্তি পেত না বাঙালি জাতি। তাই আমি মনে করি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রত্যেক মুহূর্তেই শ্রদ্ধা ও স্মরণ করা উচিত। তাই এসব ম্যুরাল রাউজানবাসীকে এক ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে সম্পৃক্ত করবে এবং বঙ্গবন্ধুর প্রতি বিনম্র্র শ্রদ্ধা নিবেদনে বিশেষ ভূমিকা রাখবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধূরী বলেন,বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন বঙ্গবন্ধুর প্রতি ছাত্র-ছাত্রীদের প্রাণিত করবে।

রাউজান পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ এর সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেন,এ,বি,এম ফজলে করিম চৌধূরী এমপি ১০১টি বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেষ বড়ূয়া বলেন,এসব ম্যুরাল রাউজানবাসীকে এক ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে সম্পৃক্ত করবে এবং বঙ্গবন্ধুর প্রতি বিনম্র্র শ্রদ্ধা নিবেদনে বিশেষ ভূমিকা রাখবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত