খাগড়াছড়ির দীঘিনালায় যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

691

Published on অক্টোবর 23, 2021
  • Details Image

খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ দীঘিনালা উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার হোটেল ইউনিটি সম্মেলন কক্ষে আয়োজিত বর্ধিত সভায় দীঘিনালা উপজেলা যুবলীগের সভাপতি মো. মোজাফফর হোসেন সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এম আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি মংরে মারমা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি হাজী মো. নাসির উদ্দীন, নিবাস সাহা, মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কনকব্রত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নওশাদ পাটোয়ারী, নয়ন দাশ, দফতর সম্পাদক মো. এমদাদুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কেএম ইসমাইল হোসেন বলেন, যুবলীগের সব নেতাকর্মীকে মনে রাখতে হবে যুবলীগ ভোগ-বিলাস, মাদক ও সন্ত্রাসের জন্য গঠন করা হয়নি। যুবলীগের একটি আদর্শ আছে। আর সেটি হলো, যুবলীগের প্রতিটি কর্মীকে মানবিক মূল্যবোধ সম্পন্ন কর্মীতে পরিণত হতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন তিনি। আর এই উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারী রোধ করতে পারবে না। তারই নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগকে এগিয়ে যেতে হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত