584
Published on অক্টোবর 23, 2021মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিরুল আলম মিলন এমপি, পারভিন জাহান কল্পনা, এডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহেদুজ্জামান খোকন, সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক পলব ভট্টাচার্য, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, শহর আওযামী লীগের সভাপতি ইয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামিমারা হীরা।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, সারা বিশ্ব যখন অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে তখন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। বিগত সময়ে করোনাভাইরাসে যখন সারা বিশ্বে স্তম্ভিত, তখন আপনারা যারা আওয়ামী লীগ করেন তারা কেউ ঘরে বসে থাকেননি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মানুষকে সহযোগিতা করেছেন। কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।