সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা’ পালন করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ

1100

Published on অক্টোবর 19, 2021
  • Details Image

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা’ পালন করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। 

আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শান্তি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে শহরের দয়াময়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ'র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান,পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত